বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হবে ফিল্ড হাসপাতাল

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১১, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১১, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হবে ফিল্ড হাসপাতাল

করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হচ্ছে এক হাজার ২০০ শয্যাবিশিষ্ট ফিল্ড হাসপাতাল।

আজ শনিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হল পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংশ্লিষ্ট সকল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সুন্দর অবকাঠামো রয়েছে। ফলে এখানে ফিল্ড হাসপাতালে ৪০০ আইসিইউ এবং ৪০০ এইচডিইউসহ হাজার থেকে ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল চালু করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য ফিল্ড হাসপাতাল তৈরির যাবতীয় প্রস্তুতি রয়েছে। সরকারের প্রয়োজনীয় সহায়তা পেলে দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতাল চালু করা হবে।

আরসি-০৭