সিলেট মিরর ডেস্ক
জুলাই ১১, ২০২১
০৮:৪২ অপরাহ্ন
আপডেট : জুলাই ১১, ২০২১
০৮:৪২ অপরাহ্ন
করোনাভাইরাস রোধে সোমবার থেকে সারাদেশে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। এছাড়া মঙ্গলবার সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হবে। গতকাল রাতেই সিটি করপোরেশন এলাকার টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে।
আশা করছি, কাল (সোমবার) থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে।
উল্লেখ্য, দেশে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা চলতি মাসের শুরুতে এসেছে। এ টিকা মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এর আগে গত মে মাসে ১ লাখ ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছিল জোটটি।
এছাড়া চীনের সিনোফার্মের সঙ্গে দেড় কোটি টিকা কিনার চুক্তির ২০ লাখ টিকার প্রথম চালান এসেছে।
এছাড়া চীন গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেয়। পরে সিনোফার্মের আরও ৬ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেয় চীন।
বি এন-০৮