সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৪, ২০২১
১১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৪, ২০২১
০১:৫১ অপরাহ্ন
শুরু হয়েছে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি। আজ বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। আর সারা দেশে ট্রেন চলবে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে।
ঈদযাত্রার সব আন্ত নগর ট্রেনের টিকিট পাওয়া যাবে ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই। চলমান করোনা পরিস্থিতির কারণে এবার কাউন্টারের পরিবর্তে শুধু অনলাইনে এ টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান।
তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারা দেশে বিভিন্ন গন্তব্যে আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলবে। ঈদযাত্রার সব আন্তঃনগর ট্রেনের টিকিট ১৫, ১৬, ১৭ ও ১৮ জুলাই পর্যন্ত পাওয়া যাবে। এটি বুধবার সকাল ৮টা থেকে অনলাইন ও অ্যাপে অগ্রিম টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
এ বিষয়ে রেলের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খান বলেন, বুধবার সকাল আটটা থেকে টিকিট বিক্রি করা হবে। টিকিট ছাড়ার দিন থেকে পাঁচ দিন পূর্বে আগাম টিকিট দেওয়া হবে। ঈদ যাত্রায় বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না।
এর আগে মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ জুলাই থেকে প্রতিদিন ৩৮টি আন্তঃনগর ট্রেন চলবে আসনের অর্ধেক যাত্রী নিয়ে।
মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে জানানো হয়, মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে অ্যাপে ওয়েবে টিকিট বিক্রি শুরু হবে। ঈদ যাত্রার টিকিটের জন্য লাখো মানুষ টিকিটের জন্য অ্যাপে ওয়েবে হুমড়ি খেয়ে পড়েন। ‘হিটের’ চাপে অ্যাপ ও ওয়েবে প্রবেশ করাই যাচ্ছিল না।
উল্লেখ্য, আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আরসি-১০