এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে না

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৫, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন



এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত হবে না

করোনা পরিস্থিতির কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। আজ বুধবার (১৪ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে ফরিদ আহাম্মদ বলেন, করোনার কারণে জনসমাগম এড়াতে এবছর জাতীয় ঈদগাহে ঈদের জামাতের বাতিল করেছি আমরা। এছাড়া এলাকাভিত্তিক ছোট ছোট জামাতগুলো অনুষ্ঠিত হবে। তবে করোনা সংক্রমণের কথা চিন্তা করে আমরা সেটাও নিরুৎসাহিত করছি।

উল্লেখ্য, করোনার কারণে গত বছরেও জাতীয় ঈদগাহে ঈদের জামাত বাতিল করা হয়েছিল। জামাত বাতিল হওয়ায় ডিএসসিসির প্রায় এক কোটি টাকার মতো ব্যয় বেঁচে যাবে।

আরসি-১৯