গণসংগীত শিল্পী ফকির আলমগীর আইসিইউতে

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৬, ২০২১
১২:১৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২১
১২:১৬ অপরাহ্ন



গণসংগীত শিল্পী ফকির আলমগীর আইসিইউতে


দেশ বরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ইউনিটের আইসিইউতে রয়েছেন।

আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর।

ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।

ফকির আলমগীর ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সালে সংগীতে অসামান্য অবদানের জন্যে তাকে একুশে পদক দেওয়া হয়।

এএন/০৬