১৪ দিন বন্ধ থাকবে ‘গার্মেন্টস’, ছাড় পাচ্ছে চামড়া শিল্প

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৯, ২০২১
০৭:২৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২১
০৭:২৬ অপরাহ্ন



১৪ দিন বন্ধ থাকবে ‘গার্মেন্টস’, ছাড় পাচ্ছে চামড়া শিল্প

ঈদের পর টানা ১৪ দিনের কঠোর লকডাউনে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু শিল্প-কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে সরকার। এ সময় গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে।

আজ সোমবার (১৯ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চাল, ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য উৎপাদনের কারখানা খোলা থাকবে। এ ছাড়া কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে এবং ওষুধ, অক্সিজেন ও কভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প। 

আরসি-১৪