৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ২১,০৫৬

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০১, ২০২১
০৬:২৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০১, ২০২১
০৬:২৫ অপরাহ্ন



৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ২১,০৫৬

বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএসের ৪১তম প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে লিখিত পরীক্ষার জন্য ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) রবিবার এ ফল প্রকাশ করে।

করোনা মহামারীর প্রকোপের কারণে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চার মাস পর ফল প্রকাশ করা হলো।

করোনার প্রকোপ কমে আসায় এ বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। স্বাস্থ্যবিধি মেনে দেশের ৮টি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়।

গত ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে ৯১৫ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন।

বি এন -০৩