বিনোদন ডেস্ক
আগস্ট ০২, ২০২১
১১:২৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২১
১১:২৩ পূর্বাহ্ন
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌয়ের (মৌ আক্তার) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
বিকেল তিনটা ৪০ মিনিটে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তিনি মৌয়ের দশ দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে, রবিবার (১ আগস্ট) গভীর রাতে নিজ বাসা থেকে মৌকে মাদকসহ আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি জানান ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ। আটকের পর মোহাম্মদপুর থানায় মৌয়ের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।
বিএ-০৫