সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৫, ২০২১
০৬:০৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৫, ২০২১
০৬:০৬ পূর্বাহ্ন
রাজধানীর কাকরাইলে একটি গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মধ্যরাতে কাকরাইলের গ্যারেজ গলির একটি গ্যারেজে আগুন লাগে। ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিভেন বলেন, ফুলবাড়িয়া সদর দপ্তরের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
এ রিপোর্ট লেখার সময় রাত দেড়টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরসি-০২