পাঁচ অভিযুক্তের বাসায় সিআইডির তল্লাশি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৮, ২০২১
০৭:২২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন



পাঁচ অভিযুক্তের বাসায় সিআইডির তল্লাশি

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার এবং ডিবির তদন্তে থাকা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের বাসায় একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শনিবার বিকেল থেকে তাদের বাসায় অভিযান শুরু হয়েছে বলে  নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

এর আগে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসা থেকে অভিযান চালিয়ে ল্যাপটপ, মোবাইল ফোন, পেন-ড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, মামলার তদন্তের স্বার্থে তাদের বাসায় তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রপ্তার ও ডিবির তদন্তে থাকা ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলা তদন্তভার দেয়া হয় সিআইডিকে।

এর আগে ৩১ জুলাই রাতে রাজধানীর বারিধারা থেকে ফারিয়া মাহাবুব পিয়াসা ও মোহাম্মদপুরের বাবর রোড থেকে মডেল মৌ আক্তারকে রাতে অভিযান চালিয়ে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একই দিন রাত ৮ টায় অভিজান চালিয়ে প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে অভিজান চালানো হয়।

অভিযানের সময় তাদের বাসা একটি মিনি বার পরিচালনার বিভিন্ন সরঞ্জামাদিসহ ৩৩ বোতল বিভিন্ন প্রকার বিদেশী মদ, ১৫০ ব্যবহৃত বিদেশী মদের বোতল, ইয়াবা ও শিশা সামগ্রী, এলএসডি আইস ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

বি এন-০২