নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৯, ২০২১
১১:১৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২১
০২:৩৭ পূর্বাহ্ন
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সহকারী অধ্যাপক এবং সাবেক ক্রীড়া সাংবাদিক কামরুন নাহার রুমা মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুন নাহার রুমা গত পাঁচদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।
কামরুন নাহারের স্বামী মশিউর রহমান জানিয়েছেন, হাসপাতাল থেকে লাশ হস্তান্তর শেষে স্বেচ্ছাসেবী সংগঠন আল মারজাজুল ইসলামীতে তাকে গোসল করানো হয়। বিকেল ৫টার দিকে গ্রামের বাড়ি নরসিংদীতে নিয়ে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী কামরুন নাহার তার ক্যারিয়ারের শুরুতে সাংবাদিকতা করেছিলেন। পরে শিক্ষকতায় মনোনিবেশ করেন তিনি।
পিআইবিতে যোগদানের আগে রুমা বাংলাদেশ অবজারভারের সাবেক ক্রীড়া প্রতিবেদক, দ্য ডেইলি অবজারভারে কাজ করেছেন। সেই সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ছিলেন তিনি।
তার স্বামী মসিউর রহমান দ্য ডেইলি অবজারভারের স্পোর্টস এডিটর হিসেবে কর্মরত। মসিউর রহমানও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।
এসআই/বিএ-০৫