আসছে সিনোফার্মের ১৭ লাখ টিকা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১০, ২০২১
০৬:১৭ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২১
০৬:১৭ অপরাহ্ন



আসছে সিনোফার্মের ১৭ লাখ টিকা

ঢাকায় নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানালেন, ঢাকার পথে রয়েছে সিনোফার্মের ১৭ লাখ টিকা।মঙ্গলবার সকালে নিজের ফেইসবুকে পেজে এ তথ্য দেন ইয়ান।

একটি ভিডিও করে লেখেন, বেইজিং স্থানীয় সময় ৫টা ২৫ মিনিটে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকার একটি চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে একটি উড়োজাহজ। সকালে এ চালান পৌঁছার কথা রয়েছে।

কোভ্যাক্স কর্মমূচির আওতায় এ টিকা আসছে বলেও ইয়ান উল্লেখ করেন। আরও জানান, শিগগিরই বাংলাদেশ-চীন যৌথভাবে টিকা উৎপাদনে যাবে। ভিডিওতে উড়োজাহাজে টিকা তুলতে দেখা যায়।

সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে। 

মাসখানেক আগে ৬ জুলাই হুয়ালং ইয়ান আরেক পোস্টে লিখেছিলেন, ভবিষ্যতে বাংলাদেশে যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের প্রতিষ্ঠানগুলো তাদের এখানকার অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে করোনার টিকা সরবরাহ করেছে। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে এক কোটি ডোজের প্রথম চালান চীন হস্তান্তর করতে যাচ্ছে।

তখন আরও বলেছিলেন, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ প্রথম যে ব্যাচের টিকা হাতে পেয়েছে, তা চীনের। অনেকগুলো উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথভাবে গবেষণার পাশাপাশি টিকা উৎপাদন করছে তার দেশ। একই সঙ্গে চীন অনেক দেশের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের দেশে টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালাতে সহায়তা করেছে।

গত জুনে চীনের সিনোভ্যাকের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ চীনের সিনোফার্মের সঙ্গে টিকা কিনতে চুক্তি করেছে। গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সিনোফার্মের সাড়ে সাত কোটি ডোজ টিকা আসবে। এর আগে বেশ কিছু টিকা পেয়েছেও ঢাকা। ইতিমধ্যে সিনোফার্মের টিকা ব্যাপক ভিত্তিতে দেওয়া শুরু হয়েছে।

বি এন-০২