সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১১, ২০২১
০৪:৫৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
০৫:০৬ পূর্বাহ্ন
টানা ১৯ দিন পর শিথিল হলো বিধিনিষেধ। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ মঙ্গলবার শেষ হয়েছে। আজ বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেওয়া হচ্ছে।
বিধিনিষেধ শিথিলের আগেই মঙ্গলবার সব ধরনের যানবাহনের অবাধ চলাচল শুরু হয়ে গেছে। প্রধান প্রধান সড়কে অস্বস্তিকর যানজটও শুরু হয়েছে। ট্রাফিক সিগনালগুলোয় যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোথাও কোথাও ১০ থেকে ১৫ মিনিটের যানজটও লক্ষ্য করা গেছে।
বিধিনিষেধ বাস্তবায়নে চেকপোস্টগুলোতে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। স্বাস্থ্যবিধি না মেনে নগরবাসীকেও চলাচল করতে দেখা গেছে। এছাড়া অধিকাংশ তল্লাশিচৌকিও সরিয়ে নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বন্ধ থাকছে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র।
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ১লা জুলাই ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। তবে, কোরবানির ঈদ উপলক্ষ্যে ও জীবন-জীবিকার প্রশ্নে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ঈদ উদযাপন শেষে ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধিনিষেধ জারি করা হয়। ১৯ দিনের এ বিধিনিষেধ শেষে দেশ সচল হচ্ছে আজ।
আরসি-০২