সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১১, ২০২১
০৫:২০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
০৫:২০ অপরাহ্ন
করোনাভাইরাস মহামারিতে অন্য দেশের মুসলিম নাগরিকদের হজের সুযোগ না দিলেও ওমরাহ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব।
১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি ওমরাহ পালন করতে পারবেন। সে ক্ষেত্রে করোনাভাইরাস প্রতিরোধী টিকার ডোজ সম্পন্ন করতে হবে তাকে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ওমরাহ পালনে মেনে চলতে হবে সৌদি সরকারের দেনয়া নির্দেশনাও।
সেই নির্দেশনায় বলা হয়, ওমরাহ পালনে আগ্রহীদের অবশ্যই ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নেওয়ার সনদ থাকতে হবে।
আর কেউ যদি চীনের টিকা নিয়ে থাকেন, সে ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকা নিতে হবে।
ওমরাহ পালনে আগ্রহী বাংলাদেশিদের সরাসরি ফ্লাইটে সৌদি আরব যেতেও কোনো বাধা রাখেনি কর্তৃপক্ষ, তবে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিসর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, সাউথ আফ্রিকা ও লেবাননের ওমরাহ যাত্রীরা সরাসরি সৌদি আরব প্রবেশের সুযোগ পাচ্ছেন না।
তাদের তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে সৌদি আরব ঢুকতে হবে বলে জানানো হয়েছে।
দেশটির হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমেই যেতে হবে বলেও উল্লেখ রয়েছে নির্দেশনায়।
সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী ১ মহররম থেকে ওমরাহ শুরু হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিএ-০৫