সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১২, ২০২১
০৫:৪৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২১
০৫:৪৫ পূর্বাহ্ন
জন্মগ্রহণের পর থেকেই তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসা সেবার আওতায় আনার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (১১ আগস্ট) শিশু সার্জারি বিভাগের সঙ্গে অনুষ্ঠিত বিভাগীয় মতবিনিময় সভায় উপাচার্য এ নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘এসব শিশুকে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেয়ার প্রচেষ্টা চালাতে হবে।’
শুরু থেকেই এসব শিশুদের চিকিৎসা দেওয়ার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে একটি বিশেষ ক্লিনিক চালুরও নির্দেশ দিয়েছেন উপাচার্য।
সভায় শিশু সার্জারি বিভাগের সার্বিক উন্নয়নসহ চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন প্রমুখ।
আরসি-০৩