সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১২, ২০২১
১০:২৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২১
১০:৩৮ অপরাহ্ন
দেশের করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সবকিছুই নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতি ওপর।
এর আগে সিদ্ধান্ত অনুযায়ী, এবার উভয় পরীক্ষায় গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আর পরীক্ষা নেওয়া সম্ভব না হলে, অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রণয়ন করা হবে।
আরসি-১৭