পরীক্ষার অনুকূল পরিস্থিতি না হলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৩, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন



পরীক্ষার অনুকূল পরিস্থিতি না হলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’

নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মহামারির কারণে অনুকূল পরিস্থিতি না থাকলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমছে। শনাক্তের হার ৩০ শতাংশের উপরে ছিল, সেটা কমে ২২-২৩ শতাংশের মতো হয়েছে। এর মধ্যে টিকা দেওয়াও আবার শুরু হয়েছে। তাই আমরা আশা করছি, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নিতে পারব।’

তিনি বলেন, ‘তবে এবারও যদি কোনো কারণে অনুকূল পরিস্থিতি সৃষ্টি না হয়, যেমনটা আমরা গতবার দেখেছিলাম, তখন প্রয়োজনীয় যে ব্যবস্থা নিতে হয়, সেটা আমরা নেব।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গ্রুপভিত্তিক শুধুমাত্র ৩টি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও নম্বর দুটিই হ্রাস করে পরীক্ষা গ্রহণ করতে আমরা পারব বলে আশা করছি।’

আরসি-০৩