‘দক্ষিণ সুনামগঞ্জ’ উপজেলার নাম পুনর্বহালের দাবি

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৪, ২০২১
০৬:০৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৬:০৩ অপরাহ্ন



‘দক্ষিণ সুনামগঞ্জ’ উপজেলার নাম পুনর্বহালের দাবি

শান্তিগঞ্জ নাম পরিবর্তন করে ‘দক্ষিণ সুনামগঞ্জ’ উপজেলার নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন ঢাকাস্থ দক্ষিণ সুনামগঞ্জবাসী। 

আজ শনিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ঢাকাস্থ দক্ষিণ সুনামগঞ্জবাসীর পক্ষে অ্যাডভোকেট মো. এম আর খালেদ এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ জুলাই জনপ্রশাসন প্রতিমন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘শান্তিগঞ্জ’ নামে নামকরণ করা হয়েছে বলে ঘোষণা করেন। ঐতিহ্যবাহী এই উপজেলার নামটি পরিবর্তনের কোনো সার্থকতা নেই। বরং দুর্ভোগ, দুর্দশা, হয়রানি তথা উপজেলাবাসী ও সরকারের বিশাল পরিমাণ অর্থ ব্যয় ছাড়া আর কিছুই নয়। সর্ব সাধারণের প্রকাশ্য মতামতের ভিত্তিতে এই নাম পরিবর্তন হয়নি।

লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার নাম পরিবর্তনের কারণ হিসেবে পরিকল্পনা মন্ত্রী নিজেই মিডিয়ায় বলেছেন, ‘দক্ষিণ সুনামগঞ্জ’ উপজেলার নামে বরাদ্দ চিঠিপত্র চলে যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। তাই এই দুই উপজেলার নাম কাছাকাছি হওয়ায় সর্ব সাধারণের দাবির প্রেক্ষিতে তিনি এই নাম পরিবর্তন করেছেন। 

তিনি বলেন, কিন্তু উক্ত উক্তি দ্বারা বাংলাদেশ সরকারের ডাক বিভাগের ওপর দায়িত্বহীনতা দায় চাপানো হয়েছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, এত বড় একটি ভুল সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামান্য একটু চিন্তা করে পদক্ষেপ নিলে খুব ভালো হতো। কেননা, হবিগঞ্জ জেলায় ‘শায়েস্তাগঞ্জ’ নামে একটি উপজেলা আছে যা ‘শান্তিগঞ্জ’ নামের সঙ্গে আরও অনেক বেশি মিল রয়েছে। 

তিনি আরও বলেন, নাম পরিবর্তনের ফলে এই উপজেলায় ১৫৭টি গ্রামে নিবন্ধিত সকল ভোটারদের জাতীয় পরিচয় পত্রে জরুরি ভিত্তিতে সংশোধনের প্রয়োজন হবে। অন্যদিকে, নাম সংক্রান্ত সকল বিষয়ে পরিবর্তন আনতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তৈয়ব আনোয়ার প্রবাল, ডা. আকমল আলি প্রমুখ।

আরসি-১০