সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৫, ২০২১
০৭:৪৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৭:৫০ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ।
সিলেট মহানগর আওয়ামী লীগ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ সূর্যোদয়ের ক্ষণে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় গুলশান সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হবে।
এছাড়া মহানগরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, দিনব্যাপী মহানগরের বিভিন্ন ওয়ার্ডে জাতির পিতার ভাষণ প্রচার, সন্ধ্যা সাড়ে ৬টায় করেরপাড়ায় সৎসঙ্গ বিহারে বিশেষ প্রার্থনা সভা এবং গির্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা সভা হবে।
সিলেট জেলা আওয়ামী লীগ: সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া, দুপুর ১২টায় জেলা পরিষদের সামনে অসহায়, দুস্থ, এতিম ও সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হবে।
সিলেট বেতারে দিনব্যাপী অনুষ্ঠানমালা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র। আজ এফ এম ৮৮.৮ মেঘাহাটর্জ ও বাংলাদেশ বেতারের অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানমালা প্রচার করা হবে। এ দিন সকাল থেকে রাত পর্যন্ত দুটি অধিবেশনে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।
সীমান্তিক: জাতীয় শোক দিবসে সীমান্তিকের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ রবিবার সব কর্মকর্তা-কর্মচারী কালোব্যাজ ধারণ করবেন। সিলেট নগরের সাতটি নগর স্বাস্থ্যকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
নগর মাতৃসদনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে, সব নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং এর একটি তালিকা তৈরি করা হবে, করোনা পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতনতার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি বিনোদিনী নগর মাতৃসদনে পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদি একটি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
জামেয়া মাহমুদিয়া ইসলামিয়া এতিমখানা সোবহানীঘাট: জামেয়া মাহমুদিয়া ইসলামিয়া এতিমখানা সোবহানীঘাটের উদ্যোগে আজ রবিবার বাদ জোহর কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। করোনা মহামারি ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোবহানীঘাট মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আরসি-০৮