সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২১
০৭:৩২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২১
০৭:৩২ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপের প্রভাবে ভোর থেকেই দেশের বেশ কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অন্ধপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আরসি-১০