গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হলেন সাংসদ মোকাব্বির

বিশ্বনাথ প্রতিনিধি


আগস্ট ১৭, ২০২১
১১:১৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২১
১১:১৮ অপরাহ্ন



গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হলেন সাংসদ মোকাব্বির

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। গণফোরামের একমাত্র নির্বাহী সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি ড. কামাল হোসেন।

নিজের স্বাক্ষরিত এক চিঠিতে ড. কামাল হোসেন বলেন, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সভাপতির দায়িত্ব পালনে সভাপতিকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ১৬ আগস্ট ২০২১ হতে পরবর্তী জাতীয় কাউন্সিল না হওয়া পর্যন্ত মোকাব্বির খানকে গণফোরামের নির্বাহী সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে নতুন দায়িত্ব লাভের পর এক প্রতিক্রিয়ায় মোকাব্বির খান বলেন, জাতির অভিভাবক, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দলের প্রধান হিসেবে আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করতে যে দায়িত্ব দিয়েছেন আমি তা যথাযথ নিষ্ঠার সঙ্গে পালন করব।

তিনি বলেন, দলের সকল প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণফোরামের আন্দোলনকে সফল করতে আমি সচেষ্ট থাকব।

তিনি আরও বলেন, গণফোরামকে গণমানুষের সংগঠন হিসেবে গড়ে তুলতে সারা দেশের নেতাকর্মীদের বলিষ্ট ভূমিকা নিশ্চিত করা হবে। এজন্য আমি সকল পর্যায়ের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।


এমএ/আরআর-০৪