সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৮, ২০২১
০৪:৩৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২১
০৪:৪০ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা টিকার দ্বিতীয় ডোজ আজ বুধবার (১৮ আগস্ট) নেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিএনপির পক্ষে থেকে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়ে জানানো হয়েছে।
খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, ‘আজ দুপুর ২টার দিকে ম্যাডাম করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়া কথা রয়েছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে আমেরিকার তৈরি মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।
আরসি-০১