‘সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট প্রতিবছর’

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৮, ২০২১
০৫:৫০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২১
০৫:৫০ পূর্বাহ্ন



‘সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট প্রতিবছর’

'মাদককে নিরুৎসাহিত করতে চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্টের পাশাপাশি বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই পরীক্ষার আওতায় আনা হবে। ডোপ টেস্টে যারা পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট করা হবে।' 

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মাদক ও নিরাপত্তাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদককে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমাদের এগোতে বলেছেন। আমাদের কাছে বিভিন্নভাবে যেসব সংবাদ আসছে সে জন্য আমরা হঠাৎ করে মন্ত্রিপরিষদসচিবের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব, বিভিন্ন বাহিনীর প্রধান, সামরিক বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলাম।

কবে থেকে এটি বাস্তবায়ন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদসচিব জানাবেন।

আরসি-০৫