করোনামুক্ত মুহিত বাসায় ফিরেছেন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৯, ২০২১
০২:২২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৯, ২০২১
০২:২২ পূর্বাহ্ন



করোনামুক্ত মুহিত বাসায় ফিরেছেন

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার (১৮ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি।

তিনি বলেন, গত ২৭ জুলাই সাবেক অর্থমন্ত্রীর কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। ২৯ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৪ আগস্ট) ফের তার কোভিড-১৯ নমুনা পরীক্ষা করানো হয়। এতে রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেও চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালেই রাখা হয়। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠায় আজ সাবেক অর্থমন্ত্রীকে বাসায় নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো বলেও জানান কিশোর ভট্টাচার্য জনি।

বিএ-১০