সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৯, ২০২১
০৬:২৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২১
০৬:৩০ পূর্বাহ্ন
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ শিথিল করার পর আজ থেকে স্বাভাবিক হচ্ছে সারা দেশ। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সব কিছু স্বাভাবিকভাবে চালু করা হচ্ছে। পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো আজ থেকে সীমিত আকারে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
করোনার দ্বিতীয় দফা ঢেউ আঘাত হানলে গত এপ্রিল মাসের শুরু থেকে ১০ আগস্ট পর্যন্ত ঈদকেন্দ্রিক সাত দিন বাদে পুরো সময়ই দেশে বিভিন্ন মাত্রার বিধি-নিষেধ বা লকডাউন চালু ছিল। দ্বিতীয় ঢেউয়ের শুরুর দিকে কম মাত্রার সংক্রমণ ও মৃত্যুতেও বেশি মাত্রার লকডাউন চালু ছিল। এবার সব কিছু খুলে দিচ্ছে সরকার। যদিও গত ১১ আগস্ট থেকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধি-নিষেধ তুলে নেয় সরকার।
গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সভা-সমাবেশ বাদে প্রায় সব কিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে প্রায় স্বাভাবিক করার সিদ্ধান্ত এলেও কিছু ক্ষেত্রে শর্ত বেঁধে দেওয়া হয়।
জীবিকা ও অর্থনীতির কথা চিন্তা করে আজ থেকে পর্যটন গন্তব্যগুলো খোলার সুযোগ দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র আসনসংখ্যার ৫০ শতাংশ ব্যবহার করে চালু করতে পারবে। যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এ সিদ্ধান্তে করোনা বিপর্যস্ত খাতটি ঘুরে দাঁড়ানোর কিছুটা সুযোগ পাবে। তবে সংক্রমণ যাতে আবার না বেড়ে যায় তার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। একই সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটনশিল্পসংশ্লিষ্ট উপখাতগুলো পরিচালনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
আরসি-০৫