সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৯, ২০২১
০৬:৪২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২১
০৬:৪২ পূর্বাহ্ন
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শুনানি আজ (১৯ আগস্ট)। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ আগস্ট) তৃতীয় দফায় পরীমণির পাঁচ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৬ আগস্ট মামলার তদন্ত সংস্থা সিআইডি পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট মাদক মামলায় পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হবে।
এর আগে গত ১৬ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে বুধবার (১৮ আগস্ট) শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
আরসি-০৬