নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২১
০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২১
০৫:৪৮ পূর্বাহ্ন
সিলেট নগরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুই হাজার ২১২ জন টিকা নিয়েছেন। সিলেটে বর্তমানে মডার্না, সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম চলছে।
সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার নগরে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক হাজার ৯৪৬ জন। এ দিন এই টিকার প্রথম ডোজ টিকা নেন ৬০ জন। এছাড়া সিনোফার্মের প্রথম ডোজ টিকা নেন ৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ জন। বৃহস্পতিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬০ জন।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘নগরে মডার্নার প্রথম ডোজ বন্ধ রয়েছে। তবে প্রবাসীরা যথাযথ প্রমাণ দেখিয়ে প্রথম ডোজ টিকা নিতে পারছেন। মেডিকেল কলেজ শিক্ষার্থীরা সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিচ্ছেন। এছাড়া মডার্না, সিনোফার্ম এবং অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রদান চলছে।’
তিনি জানান, নগরের তিনটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলছে। তবে যাদের কাছে টিকা গ্রহণের বার্তা (ম্যাসেজ) যাচ্ছে তাদেরকেই টিকা দেওয়া হচ্ছে।
আরসি-০৩