মারা গেছেন বাংলাদেশের বন্ধু সাংবাদিক জোসেফ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২২, ২০২১
০৮:১৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২১
০৮:১৭ অপরাহ্ন



মারা গেছেন বাংলাদেশের বন্ধু সাংবাদিক জোসেফ

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্মমতার সাক্ষী সাংবাদিক, লেখক, বাংলাদেশের বন্ধু জোসেফ গ্যালোওয়ে মারা গেছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

৭৯ বছর বয়সী জোসেফ গত ১৮ অগাস্ট নর্থ ক্যারোলিনার কনকর্ড সিটির একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল সেটিকে ‘গণহত্যা’ হিসেবে তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করেন গ্যালোওয়ে।

এদিকে এক বিবৃতিতে শহীদ সন্তান এবং প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করে বলেন, বাংলাদেশ তার এক বিশ্বস্ত বন্ধুকে হারাল।

একাত্তরে পাকিস্তানী বাহিনী বাংলাদেশে যেভাবে মানুষ হত্যা করেছে, ‘গণহত্যা’ হিসেবে তার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়েও কাজ করেছেন গ্যালোওয়ে।

একাত্তরে দুই বার তাকে ঢাকায় যেতে হয়েছে। প্রথমবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এবং পরবর্তীতে ডিসেম্বরে বিজয় অর্জন পর্যন্ত ঢাকায় ছিল তার অবস্থান।

বি এন-০৩