সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৩, ২০২১
০৫:১৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ২৩, ২০২১
০৬:২৬ অপরাহ্ন
বরিশালে ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় অবশেষে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে এক বৈঠকে এই সমঝোতা হয়।
তবে কোন শর্তে সমঝোতা হয়েছে, সে বিষয়ে রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বৈঠকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে তাঁরা একসঙ্গে একটি ছবিও তোলেন, যা ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে বৈঠকে ইউএনও মুনিবুর রহমান উপস্থিত ছিলেন না।
তবে মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানিয়েছেন, মেয়রের আহ্বানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ইতিবাচক হয়েছে। মামলা প্রত্যাহারসহ দুই পক্ষই সমঝোতায় একমত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ইউএনওর বাসভবনে হামলার অভিযোগে পুলিশের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ইউএনও ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেন। সেই দুই মামলায়ই বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়। একই ঘটনায় সিটি করপোরেশন ও আওয়ামী লীগের নেতারাও থানায় মামলা করতে গিয়েছিলেন, কিন্তু তখন ওসি তাঁদের মামলা নেননি।
আরসি-০২