সিলেটসহ সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৫, ২০২১
০৫:৪৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৫, ২০২১
০৬:০৪ অপরাহ্ন



সিলেটসহ সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে
- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক খুরশীদ আলম

অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সিলেটসহ সারাদেশে অনুষ্ঠিত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আজ বুধবার (২৫ আগস্ট) সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। 

তিনি বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।

খুরশীদ আলম বলেন, সারাদেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। কিছু কিছু দেশ আমাদের কাছে মডার্না ও ফাইজারের টিকা চাচ্ছে, এটা এখন দেওয়া সম্ভব নয়। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজার আসবে।

এএফ/০২