‘পানিতে ডুবে বছরে ১০ হাজার শিশু মারা যায়’

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৬, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
০৬:১০ পূর্বাহ্ন



‘পানিতে ডুবে বছরে ১০ হাজার শিশু মারা যায়’

সারাদেশে বছরে ১০ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এরমধ্যে ৭০ শতাংশ শিশুর বয়স পাঁচ বছরের নিচে। বুধবার (২৫ আগস্ট) গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত ওয়েবিনারে এ তথ্য জানানো হয়। পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার ঠেকাতে সরকার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

ওয়েবিনারে বেসরকারি সংস্থা গ্লোবাল হেলথ ইনকিউবেটরের বাংলাদেশ প্রধান রুহুল কুদ্দুস বলেন, মায়েরা যখন গহস্থলির কাজে ব্যস্ত থাকেন তখন ৮০ শতাংশ শিশু বাড়ির ২০ মিটারের মধ্যে থাকা পুকুর, ডোবায় পড়ে মারা যায়।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে মায়েদের সচেতনতা বাড়লে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমে আসবে। সরকার নারীদের কল্যাণের জন্য কাজ করছে। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে সরকার ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

ওয়েবিনারে বক্তারা আরও বলেন, পানিতে ডোবার ঘটনাকে নিছক দুর্ঘটনা ভেবে এড়িয়ে যাওয়ার উপায় নেই। এই অপমৃত্যু রোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন সামগ্রিক পরিকল্পনা। শিশুদের সাঁতার শেখানো ও স্কুলে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করারও তাগিদ দেন তারা।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরীর সঞ্চালনায় ওয়েবিনারে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম প্রমুখ।

আরসি-০৪