সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৬, ২০২১
০৪:৫০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২১
০৪:৫১ অপরাহ্ন
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ইয়াব, হেরোইন গাঁজাসহ ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, গতকাল বুধবার (২৫ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী এসব অভিযান চালানো হয়।
ডিএমপি জানায়, অভিযানে ৪ হাজার ৯০৯টি ইয়াবা বড়ি, ১৯৩ গ্রাম হেরোইন ও ৭ কেজি ৪১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিএমপি।
বিএ-০৬