বাংলাদেশে ফিরছেন ১৬০ আফগান শিক্ষার্থী

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৬, ২০২১
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৬, ২০২১
০৮:১৬ অপরাহ্ন



বাংলাদেশে ফিরছেন ১৬০ আফগান শিক্ষার্থী

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ১৬০ জন শিক্ষার্থীর আফগানিস্তান থেকে বাংলাদেশে ফেরার কথা রয়েছে। তালেবান ক্ষমতায় আসার আগে তারা নিজ দেশে ছুটি কাটাতে গিয়েছিলেন।

আফগানিস্তান থেকে শিক্ষার্থীদের ফিরে আসার বিষয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কর্মকর্তা তপু চৌধুরী বৃহস্পতিবার (২৬ আগস্ট) বলেন, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। শিক্ষার্থীদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আফগানিস্তানে তো সবকিছু অনিশ্চিত। তাদের আসাও অনিশ্চিত। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।

জানা গেছে, এইউডব্লিউ কর্তৃপক্ষের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সার্বিক সহায়তায় এই শিক্ষার্থীরা আজ একটি বিশেষ বিমানে কাবুল থেকে সরাসরি বাংলাদেশে আসবেন। তবে ফ্লাইটটি কখন আসবে তা নিশ্চিত হওয়া যায়নি।

আফগানিস্তান থেকে কোনো ফ্লাইট আজ চট্টগ্রামে আসার কথা আছে কি না? এমন প্রশ্নের জবাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (উইং কমান্ডার) মোহাম্মদ ফরহাদ হোসেন খান  বলেন, চট্টগ্রামে আফগানিস্তান থেকে কোনো ফ্লাইট আসার কথা নেই। তবে ঢাকায় ফ্লাইট আসার কথা রয়েছে। আফগানিস্তান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান আসার অনুমতি দেওয়া হয়েছে।

জানা যায়, দক্ষিণ এশিয়ার নারীদের একমাত্র বিশ্ববিদ্যালয় এইউডব্লিউতে ১৬০ জনের বেশি আফগান শিক্ষার্থী অধ্যয়ন করছেন। গতবছর বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতি হলে এবং লকডাউন শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে যান। বেশ কিছুদিন ধরে তারা পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে চেষ্টা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তালেবানরা ক্ষমতা দখলের পর আফগান শিক্ষার্থীরা নিজ দেশে আটকা পড়ে।

বি এন-০৪