নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২১
১১:২৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৬, ২০২১
১১:৩০ অপরাহ্ন
চার যাত্রীকে সিলেট বিমানবন্দরে রেখে সময়ের আগেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ করেছেন জাহিদুল ইসলাম নামে এক যাত্রী।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এ অভিযোগ করেন জাহিদুল। তিনি পেশায় সাংবাদিক এবং সিলেট নগরের কলবাখানি এলাকার বাসিন্দা।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ‘আমরা অভিযোগটি গ্রহণ করেছি। এখন উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি হবে। শুনানির মাধ্যমে এর নিষ্পত্তি করা হবে।’
অভিযোগকারী যাত্রী জাহিদুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন সিলেট মিররকে বলেন, ‘গত ১৯ আগস্ট রাত ৮ টা ২০ মিনিটে জাহিদুল ইসলাম ইউএস বাংলার উড়োজাহাজে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু ৮ টা ৩ মিনিটে সিলেট বিমানবন্দরে হাজির হয়ে তিনি জানতে পারেন- ইউএস বাংলার উড়োজাহাজটি ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এসময় কর্তৃপক্ষকে অভিহিত করলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।’
কেবল জাহিদুল নন একই ফ্লাইটের আরও ৩ যাত্রীকে উড়োজাহাজটি রেখে যায় জানিয়ে তিনি বলেন, ‘অপর তিন যাত্রীকে সাক্ষী সাব্যস্ত করে আইনি প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বরাবর লিখিত আবেদন করেছি আমরা।’
এএফ/০১