সিলেট মিরর ডেস্ক
আগস্ট ২৭, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২৭, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন
খাল ও নালায় পড়ে দুই মাসে চট্টগ্রাম নগরীতে তিনজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
এবার নগরীর উন্মুক্ত নালাগুলোয় স্ল্যাব বসানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসঙ্গে খালের পাড়ে বেড়া দেওয়ার পরিকল্পনা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
শুক্রবার (২৭ জুলাই) চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীর যেসব স্থানে খাল এবং নালা অরক্ষিত রয়েছে সেগুলোয় আর যাতে কোনো অঘটন না ঘটে সে জন্য বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছি। অরক্ষিত নালায় স্ল্যাব এবং খালে বেষ্টনী দেওয়া হবে।
তিনি আরও বলেন, নালায় স্ল্যাব বসানোর উদ্যোগ আরও আগেই নিয়েছি। কারণ হচ্ছে উপরে স্ল্যাব না থাকলে গৃহস্থালি বর্জ্য , পলিথিনসহ বিভিন্ন ময়লা আবর্জনা নালার পড়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়। দেখা যায় পরিষ্কার করার কিছুদিন পরে নালা আবার আগের অবস্থায় ফিরে গেছে। তাই চট্টগ্রাম নগরীর যেসব নালার পাশে দোকান -বাড়িঘর আছে সেগুলোয় স্ল্যাব বসিয়ে দেবো। এছাড়া জনসমাগম হয় এমন স্থানগুলোয় দ্রুতই স্ল্যাব দেওয়া হবে। এতে আর কোনো দুর্ঘটনা ঘটবে না । যেসব নালায় স্ল্যাব দেওয়া যায় সবগুলোতেই স্ল্যাব দেওয়া হবে ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য মতে, চট্টগ্রাম নগরে প্রায় ৯৪৬ কিলোমিটার নালা রয়েছে। তবে নালার উপর কতটি স্ল্যাব রয়েছে তার তথ্য নেই ।
উল্লেখ, গত বুধবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট পুলিশ বক্সের পাশের খালে পড়ে এক পথচারী পানিতে তলিয়ে যান। এখনও তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে ৩০ জুন চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার চশমা খালে সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুইজনের মৃত্যু হয়েছিল। দুইটি ঘটনার দিনই চট্টগ্রামে বৃষ্টি হয়েছিল প্রচুর। ফলে জলাবদ্ধতার কারণে খাল-নালা ছিল পানিতে একাকার । মুরাদপুরের নালায় স্ল্যাব না থাকায় এবং চাশমা খালে ছিল না নিরাপত্তা বেষ্টনী।
বি এন-০৬