পাইলট নওশাদ ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৯, ২০২১
১১:৪৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২৯, ২০২১
১১:৪৩ অপরাহ্ন



পাইলট নওশাদ ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত

মধ্য আকাশে হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকে অসুস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের আর কোনও চিকিৎসা সম্ভব নয়। যে কোনও সময়ই তার লাইফ সাপোর্টটি খুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। হাসপাতালে লাইফ সাপোর্টে (কোমায়) ছিলেন নওশাদ কাইউম।

রবিবার (২৯ আগস্ট) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর শোনা গেলেও যতদূর জানি তিনি এখনো জীবিত আছেন। ভেন্টিলেশনে আছেন।’

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ‘রবিবার সকাল থেকে ক্যাপ্টেন নওশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার দেহের বেশ কয়েকটি অর্গান (অঙ্গ) কাজ করছে না। এক কথায় ক্লিনিক্যাল ডেথ বলা যেতে পারে। বর্তমানে তিনি সম্পূর্ণ ভেন্টিলেশন নির্ভর। ভেন্টিলেশন খুলে দেওয়ার বিষয়ে পরিবার সিদ্ধান্ত জানালে পরবর্তী আপডেট জানা যাবে।’ 

পাইলট কাইয়ুমের দুই বোন এরই মধ্যে নাগপুরে পৌঁছে গেছেন। তারা ভাইয়ের চিকিৎসার খোঁজ খবর নিয়ে জেনেছেন, লাইফ সাপোর্টটি খুলে নেওয়ার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা।পরিবার এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে কাইয়ুমের লাইফ সাপোর্টটি খুলে নেওয়া হবে। এরপর তারা ঢাকায় আসবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপ্টেন নওশাদের মৃত্যুর গুজব ছড়িয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান দুপুর আড়াইটায় বলেন, ‘ক্যাপ্টেন নওশাদ এখনো মারা যাননি। তার ভেন্টিলেশনও খোলা হয়নি। নওশাদের দুই বোন হাসপাতালে যাবেন। চিকিৎসক বোর্ড নওশাদের দুই বোনের সঙ্গে মিটিং করে ভেন্টিলেশন খোলার বিষয়ে মতামত জানাবেন।’

বিএ-০৩