সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০১, ২০২১
০৮:১৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
০৮:১৪ অপরাহ্ন
আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যেই বিভিন্ন কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া শেষ করার নির্দেশনা দিয়ে একথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
পাশাপাশি, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা কার্ড দেখিয়ে যে কোনো কেন্দ্র থেকে এই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির থেকে বিভিন্ন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান হলেও টিকা সরবরাহে স্বল্পতার কারণে নিবন্ধনকারী জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন। বর্তমানে এই টিকার পর্যাপ্ত সরবরাহ থাকায় দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ জনগণকে দ্রুত এই টিকা দেওয়ার এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরির্দশক, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরা বাড়ি পরিদর্শনের সময় দ্বিতীয় ডোজ টিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের টিকার কথা জানাবেন এবং দ্রুত টিকা নিতে উৎসাহিত করবেন।
সরবরাহ করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার পাশাপাশি প্রথম ডোজ টিকাও দিতে হবে এবং আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই প্রথম ডোজের টিকা দেওয়া শেষ করতে হবে।
অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ এখনও পাননি, এমন ব্যক্তির সংখ্যা ৫ লাখ ৪২ হাজার।
ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দিয়ে দেশে টিকাদান শুরু হয়।
সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশের কেনা টিকার মধ্যে এসেছিল ৭০ লাখ ডোজ, আর ভারতের উপহার হিসেবে পাওয়া যায় একই টিকার ৩২ লাখ ডোজ। সব মিলিয়ে ১ কোটি ২ লাখ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার পর্যন্ত ৫৮ লাখ ৬৬ হাজার ৩০১ জন অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদের মধ্যে ৫৩ লাখ ২৩ হাজার ৭২৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
বি এন -০৪