লুৎফুর রহমানের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০২, ২০২১
১১:৫২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০২, ২০২১
১১:৫২ অপরাহ্ন



লুৎফুর রহমানের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি।

বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর সহচর অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান আমাদের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি যেকোন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পাশে ছিলেন সবসময়। তিনি জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন।

ওবায়দুল কাদের অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবককে হারালেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।

উল্লেখ্য, অ্যাডভোকেট লুৎফুর রহমান বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বাদ জুমআ সিলেট আলিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

বিএ-১১