সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৩, ২০২১
০৫:১০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২১
০৫:১০ অপরাহ্ন
উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে।
এয়ার অ্যাম্বুলেন্স তিনি দিল্লির উদ্দেশে যাত্রা করেন। এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তৌহিদুজ্জমান বলেন, হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন অবস্থা ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লি গেছেন। আধঘণ্টা আগে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন।
তোফায়েল আহমেদ দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান তিনি।
৭৭ বছর বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।
বিএ-০৭