গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২১
০৫:১২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
০৫:১২ অপরাহ্ন



গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের পূবাইলে একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরের ৪০নং ওয়ার্ডের মাজুখান পূর্বপাড়া এলাকার ‘একতা ঝুট মিল’ নামে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়। পরে উত্তরা ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তাও জানা যায়নি।

আরসি-০৯