সরকারি চাকুরিদের হবে বছরে একবার ডোপ টেস্ট

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন



সরকারি চাকুরিদের হবে বছরে একবার ডোপ টেস্ট

সরকারি চাকরিতে কর্মরত অনেকের বিরুদ্ধে প্রায়ই মাদক গ্রহণের অভিযোগ আসে। সেজন্য বছরে একবার কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) পরিকল্পনা নিয়েছে সরকার। চূড়ান্ত হতে যাওয়া ডোপ টেস্ট বিধিমালাতেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। এরপর তা বাস্তবায়ন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

জানা গেছে, ২০১৮ সালের ৫ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চিকিৎসা ও পুনর্বাসন শাখায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডোপ টেস্টের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীদের তালিকা পাঠানো হচ্ছে। এবার কর্মরতদেরও ডোপ টেস্টের পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০১৮ সালের ৫ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চিকিৎসা ও পুনর্বাসন শাখায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডোপ টেস্টের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীদের তালিকা পাঠানো হচ্ছে। এবার কর্মরতদেরও ডোপ টেস্টের পরিকল্পনা নেওয়া হয়েছে

মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরতরা বলছেন, বছরে একবার ডোপ টেস্ট হলে চাকরিরত মাদকাসক্তরা চিহ্নিত হবেন। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 

বি এন-০৫