সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:২৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:২৯ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিস্পত্তি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৮ সেপ্টেম্বর) এই রায় দেন। পাশাপাশি রায়ে আদালত বলেছেন, সরকার গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি ওই ভাষণটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার কাজ বাস্তবায়ন করবে।
রিটকারী সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ বলেন, আগের আদেশ অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে আগের আদেশ বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করতে বলেছেন আদালত। তবে সেটি এসএসসি, এইচএসসি না উচ্চ শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে, তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করতে বলেছে। কমিটির সুপারিশ অনুযায়ী তা নির্ধারণ করা হবে।’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদের করা রিট আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্তির কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওইদিন ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন হাইকোর্ট।
আদালত মুজিববর্ষের মধ্যে দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা কমপ্লেক্সে রাষ্ট্রীয় খরচে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণের নির্দেশ দেন।
বিএ-০৩