সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৯, ২০২১
০৬:১৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
০৬:১৪ পূর্বাহ্ন
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হতে যাওয়া এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার (৮ সেপ্টেম্বর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, আজকের সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্য উপস্থিত থাকছেন না। কভিড-১৯ পরিস্থিতির কারণে নির্দিষ্টসংখ্যক সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে প্রায় এক বছর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় দলের তৃণমূল সম্মেলন আয়োজন, আগামী নির্বাচন সামনে রেখে দল গোছানোর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে দলীয় সূত্রগুলো।
ওই সব সূত্র মতে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এ মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর অনুপস্থিতিতে দলের নেতাদের নানা সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশনাও দেবেন তিনি।
আরসি-০৪