সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২১
১২:৩২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ করোনার টিকা শনিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় আসছে। টিকার চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকালের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।
হুয়ালং জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ৫৪ লাখ টিকা আগামীকাল (শনিবার) সকালে ঢাকায় পৌঁছাবে।
বিএ-০৮