নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২১
১০:৫৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
১০:৫৭ অপরাহ্ন
সিলেট-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব শপথ গ্রহণ করেছেন।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে পরাজিত করে বিজয়ী হোন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৮৯ হাজার ৭০৫ ভোট।
এ আসনের সংসদ সদস্য ছিলেন প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরী।
বিএ-০২