নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ সেপ্টেম্বর

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৪, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন



নারী ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ সেপ্টেম্বর

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের শূন্য হওয়া সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।

ফেঞ্চুগঞ্জে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন। তারা হলেন- অ্যাডভোকেট সুলতানা রাজিয়া ডলি (পদ্মফুল), ফেরদৌসী বেগম ইকবাল (প্রজাপতি), মোহিনী বেগম (বৈদ্যুতিক পাখা), অ্যাডভোকেট কামরুন নাহার রিপা (কলস) ও মিরা বেগম (ফুটবল)।

প্রসঙ্গত, গতবছরের ২৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।


এসএ/আরআর-০৮