গোয়াইনঘাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২১
০৯:৪৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২১
০৯:৪৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজের আন্তঃ প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফুর রহমান লেবুর সভাপতিত্বে ও আমির মিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শাহজাহান সিরাজের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দস আলী, জৈন্তাপুর তৈয়ব আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হোসেন মেনন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-আহ্বায়ক শামীম আল মামুন মনির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ মোহাম্মদ সরোয়ারদী, আমির মিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলার সভাপতি সরোয়ার হোসেন ছেদু, জাফলং নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সুলেমান সিকদার, সুলতান মাহমুদ, ইব্রাহিম খান, পিয়াইন পাথর ব্যবসায়ী সংগঠনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান লিলু, যুবলীগ নেতা, শফিকুল ইসলাম আজাদ, আব্দুর রাজ্জাক, রাশেদ পারভেজ লাভলু, শেরগুল গোসাই, জৈন্তা কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মাহফুজুল কিবরিয়া, জাফলং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচ বনাম ২০০০ ব্যাচ প্রতিদ্বন্দ্বিতা করেন।
এম এম/বি এন-১১