ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান ও এটিএম বুথে নিরাপত্তা জোরদারের দাবি

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৫, ২০২১
০১:১৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২১
০১:২৬ পূর্বাহ্ন



ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান ও এটিএম বুথে নিরাপত্তা জোরদারের দাবি
ওসমানীনগর ব্যাংকার্স ক্লাবের সভা

শেরপুরে ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ওসমানীনগর ব্যাংকার্স ক্লাব। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় একটি রেস্টুরেন্টে  অনুষ্ঠিত এক জরুরি সভায় ক্লাবের পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃস্টান্তমূলক শাস্তি এবং উপজেলার সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং এটিএম বুথে নিরাপত্তা জোরদার করার জন্য স্থানীয় পুলিশ ও প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

ক্লাবের সভাপতি ইউসিবি ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার মো. জালাল আহমদের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক ইসলামী ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ আকবর উদ্দিনের সঞ্চালায় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন- ক্লাবের সহসভাপতি ঢাকা ব্যাংকের ম্যানেজার মু: আনোয়ার হোসেন, প্রাইম ব্যাংকের ম্যানেজার ওয়াসিম আহমদ, সোনালী ব্যাংকের ম্যানেজার শফিউল আজম খান, ক্লাবের কোষাধ্যক্ষ মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার সৈয়দ মুর্শেদ আলী, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার মো. গোলাম আজাদ, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ মোজাম্মেল হক, যুমনা ব্যাংকের ম্যানেজার শামীম চৌধুরী, পূবালী ব্যাংকের ম্যানেজার মো. আব্দুল গনি, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার মনতোষ চন্দ্র পাল, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার বিপ্লব দাস, উত্তরা ব্যাংকের ম্যানেজার মো. মিজানুর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার নোবেল গাঙ্গুলী, অগ্রণী ব্যাংকের ম্যানেজার মধু সুদন রায়, রূপালী ব্যাংক খাদিমপুর শাখার ম্যানেজার আব্দুর রকিব, এক্সিম ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুরঞ্জন তালুকদার এবং এনআরবি ব্যাংকের মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিএ-১১