সড়ক অবরোধ, তীব্র যানজটে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ১৫, ২০২১
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২১
০৯:২৬ অপরাহ্ন



সড়ক অবরোধ, তীব্র যানজটে দুর্ভোগ

সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মহিলার মৃত্যু নিয়ে রোগীর স্বজন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষের পর সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ শ্রমিকরা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তারা সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদবাজারে বৈরাতি কমিউনিটি সেন্টারের সামনে অবরোধ করেন। এসময় রাস্তার দুপাশে গাড়ির দীর্ঘ  লাইন ও তীব্র যানজটের সৃষ্টি হয়। 

নিহত মহিলার ছেলে সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান-পিকআপ শ্রমিক সংগঠনের একজন সদস্য হওয়ায় এবং তাকে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা মারপিট করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

এ সময় তারা সড়কের দুই পাশে ট্রাক দিয়ে যান চলাচল বন্ধ করেন দেন। এতে আম্বরখানা থেকে সুনামগঞ্জ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই প্রতিবেদনে লেখা পর্যন্ত পুলিশ সেখানে অবস্থান করে শ্রমিকের সরিয়ে নিতে চেষ্টা করছে।

এন এ/বি এন-০৮