সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২১
১১:৩০ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
১২:২৯ পূর্বাহ্ন
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী জানান, গত মঙ্গলবার পেটে ব্যথা শুরু হলে তাকে অধ্যাপক এম এস আরাফাতের তত্ত্বাবধানে বিএসএমএমইউর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে আলট্রাসনোগ্রাম করা হলে তার গল-ব্লাডারে পাথর ধরা পড়ে।
তিনি জানান, বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আশু সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
বিএ-০৭